এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

|

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে বাছাইকৃত এমন কিছু কনটেন্টের খবর নিয়ে এই প্রতিবেদন।

ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ান সিরিজ ‘আই অ্যাম নট আ রোবট’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে বাংলা ভাষায় সিরিজটি দেখতে পারছেন দর্শক। ৬ অক্টোবর মুক্তি পেয়েছে এর ২৫ থেকে ২৮ পর্ব। অভিনয় করেছেন একঝাঁক তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এ কনটেন্টের মূল আকর্ষণ।

গত ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অল্প বাজেটের তেলেগু সিনেমা ‘কার্তিকিয়া টু’ বক্স অফিসে ঝড় তোলে। প্রথম পাঁচ দিনেই আয় করে ১০০ কোটি রুপি। এবার ওটিটি প্লাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে সিনেমাটি। চান্দু মোনদেতি পরিচালিত এ সিনেমা ২০১৪ সালে তৈরি কার্তিকিয়ার সিকুয়েল। অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ, অনুপমা প্রেমামেশ্বরন ও অনুপম খের।

সিনেমায় মাধুরী একজন গৃহবধূ এবং একজন ভালো নৃত্যশিল্পী। নারী স্বাধীনতা ও জীবনের স্বপ্নগুলোকে একসময় নিজের জন্য বাধা মনে করতে থাকে তার সন্তানেরা। তবুও নিজের পরিচয়েই বাঁচার লড়াই লড়ে যান মাধুরী। আনন্দ তিওয়ারি পরিচালিত ‘মাজা মা’ সিনেমাটি আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ৬ অক্টোবর থেকে।

প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহের মধ্যেই কোনো প্রচারণা ছাড়াই ওটিটিতে মুক্তি পেল এ বছরের সবচেয়ে আলোচিত হিন্দি সিনেমা ‘লাল সিং চাড্ডা’। বিশ্লেষকরা বলছেন, সুপার ফ্লপ হওয়ার কারণেই তড়িঘড়ি করে নেটফ্লিক্সে মুক্তি দেয়া হলো সিনেমাটি। অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি সংস্করণে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর।

গেম অব থ্রোনস-এর প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। ২১ আগস্ট শুরু হয়েছে বহুপ্রতীক্ষিত সিরিজটি। ৯ অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এর অষ্টম পর্ব। গেম অব থ্রোনস-এর ২০০ বছর আগের প্রেক্ষাপটে সিরিজটি তৈরি হয়েছে। আগেরটির মতো এই সিরিজেরও পটভূমি ওয়েস্টরস। গল্পের মূলে ক্ষমতার লড়াই। অভিনয় করেছেন প্যাডি কনসিডিন, অলিভিয়া কুক, ম্যাট স্মিথ ও এমা ডারসি।

মহামারির সময় ওটিটি বাণিজ্য বেড়েছিল হুহু করে। বিদেশি প্লাটফর্মের সাথে দেশিয় অনেক নতুন প্লাটফর্ম যাত্রা শুরু করেছিল। কিন্তু সম্প্রতি দর্শকরা আবারও মুখ ফিরিয়ে নিচ্ছে ওটিটি থেকে। নেটফ্লিক্সের ব্যবসায় নেমেছে ধস। সিনেমা হলে আবারও ফিরছে সবাই। তবু এখনও ওটিটিতেই ভরসা রাখছে পরিচালক-প্রযোজক। ওটিটির ভবিষ্যৎ কতদূর, তা বলবে সময়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply