ক্রাইমিয়া সেতুতে যান চলাচল শুরু, চলছে ট্রেনও

|

রাশিয়া-ক্রাইমিয়া সংযোগকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে একাংশে। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ছোট পরিসরে ট্রেনও চালু হয়েছে বলে জানিয়েছে সংবাদ

সেতুতে বেশ কয়েকটি গাড়ি চলতে দেখা যায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে। তবে এখনও শুরু হয়নি ভারি যান চলাচল। বাস, ট্রাক পারাপারের জন্য ফেরির ব্যবস্থা করেছে রুশ প্রশাসন।

শনিবার হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে মস্কোর শৌর্যের প্রতীক ক্রাইমিয়া সেতু। ধসে পড়ে সেতুটির একাংশ। আগুন ধরে যায় ট্রেনে থাকা তেল ট্যাংকারে। এ ঘটনায় মৃত্যু হয় তিনজনের।

বিস্ফোরণের এ ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার দায় স্বীকার না করলেও ‘এটা কেবল শুরু’ বলে টুইটবার্তায় হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির উপদেষ্টা। ক্রাইমিয়া সেতু দিয়েই ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতো রাশিয়া।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply