খাগড়াছড়িতে জেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের পার্কিং ছাদ ধসে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (৮ অক্টাবর) রাত সাড়ে ১১টায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন ফায়ার সার্ভিস কর্মীরা। নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। কমিটিকে আগামী ৭ কার্যদিবসে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে ঠিকাদার ও পরিষদের প্রকৌশল বিভাগের কোনো গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বলে জানিয়েছেন চেয়ারম্যান।
শনিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় সংলগ্ন নব নির্মিত প্রশাসনিক ভবনের সামনের অংশের ছাদ ধসে পড়ে। এ খাগড়াছড়ি জেলা শহরের কলেজগেইট এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন এবং বাগেরহাটের চিতলমারী থানার মো. সাইফুল ইসলাম নামে দুই শ্রমিক নিহত হন। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আর ঘটনার চার ঘণ্টা পর চাপাপড়া অবস্থায় সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।
এ ঘটনায় আহত ৫ জনের সবাই জেলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা জেলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে ছিলেন।
/এডব্লিউ
Leave a reply