আবারও উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল, উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া

|

আবারও ব্যালেস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। রোববার (৯ অক্টোবর) পূর্ব উপকূলের দিকে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া। রয়টার্সের খবরে বলা হয়, এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উপকূলীয় মানচন শহর থেকে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ছয় মিনিটের ব্যবধানে ছোড়া হয় দুটি মিসাইল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ১শ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ওঠে মিসাইল দুটি। সাড়ে তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে তা পড়ে জাপানের অর্থনৈতিক সমুদ্রসীমায়।

পিয়ংইয়ংয়ের সামরিক পদক্ষেপকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে সিউল ও টোকিও। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার জবাবেই মূলত সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া।

এর আগে ৪ অক্টোবর উত্তর কোরিয়ার একটি মিসাইল জাপানের ওপর দিয়ে ছোড়া হয়। মিসাইলটি জাপান অতিক্রম করে আরো প্রায় তিন হাজার কিলোমিটার দূরে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ওই ঘটনার নিন্দ জানিয়ে বলেন, সরকারকে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। প্রতিবেশী দেশগুলোর সাথে তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবে মিসাইল পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply