কৈফিয়ত চাওয়া মানুষের অধিকার, কালাকানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে; এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জি এম কাদের বলেন, একতাবদ্ধভাবে থাকলেই জাতীয় পার্টি শক্তিশালী হবে। পূরণ করতে পারবে জনগণের প্রত্যাশা।
জবাবদিহিতা ছাড়াই দেশ চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, তথ্য গোপন ও ধামাচাপা দেয়ার কারণে সামনে বড় বিপদ আসছে। দেশকে ফোকলা করে দিচ্ছে দুর্নীতিবাজরা। নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে অনিয়মতান্ত্রিক ব্যবস্থা জায়গা করে নেবে। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট বলেও মন্তব্য করেন তিনি।
/এমএন
Leave a reply