৮ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক

|

আখাউড়া প্রতিনিধি:

টানা ৮ দিন পর দেশের দ্বিতীয় বৃহত্তম আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে শ্রমিক-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরেছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে টানা ৬দিন ছুটি ঘোষণা করে দু’দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দরা। এদিকে ৮ অক্টোবর শনিবার বন্দরের কার্যক্রম খোলা থাকলেও পরদিন ৯ অক্টোবর লক্ষীপূজা ও ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বন্ধ ছিল বন্দরের বাণিজ্য কার্যক্রম। সোমবার সকাল থেকে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করায় লোড-আনলোডিংয়ে কর্মব্যস্ত হয়ে ওঠে স্থলবন্দর।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ট্রাকে পণ্য ওঠা-নামা ও ছাড় করণের কাজও চলছে। আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত ছিল। সেই সাথে স্বাভাবিক ছিল কাস্টমসের দাফতরিক কার্যক্রম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply