শ্রীলঙ্কার কাছে হেরে সেমির আশা জটিল করে তুললো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে শেষ চারের সমীকরণ জটিল করে তুলেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭ রান করতে সমর্থ হয় নিগার সুলতানার দল।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় দলটি। জাহানারা আলমের পেসে কাটা পড়েন চামারি আতাপাত্তু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। রুমানা ২টি এবং ফাহিমা, সানজিদা ও জাহানারা নেন ১টি করে উইকেট। ১৮ দশমিক ১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তুলতেই নামে বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় দেড় ঘণ্টা।

এরপর বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য দেয়া হয়। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৩৭ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানা ছাড়া কেউই পাননি দুই অংকের রান। ইনোকা রানাবিরা ২ ওভারে ৭ রানের বিনিময়ে দখল করেন ৪টি উইকেট। আর, সহজ লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হয়ে ৩ রানের হারে শেষ চারের সমীকরণ অনেকটাই জটিল করে তুলেছে বাংলাদেশ।

আরও পড়ুন: বার্সার রক্ষণ যেন কৈ মাছের প্রাণ!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply