সম্প্রতি রাশিয়া-ক্রাইমিয়া সংযোগ সেতুতে হামলার জেরে কিয়েভজুড়ে হামলা করেছে রুশ বাহিনী। হামলায় কেঁপে ওঠে কিয়েভের বেশ কয়েকটি জেলা। নিহত ও আহত হয়েছে অনেকে। এরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী আমাদের দুনিয়া থেকে মুছে ফেলতে চায়। খবর রয়টার্সের।
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে জেলেনস্কি বলেন, তারা (রুশ) আমাদের ধ্বংস করার চেষ্টা করছে এবং পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তীব্র হামলার কারণে ইউক্রেনজুড়ে সাইরেন বন্ধ হচ্ছে না। তারা জাপোরিঝিয়ার ঘুমন্ত মানুষদের হত্যা করছে।
এর আগে ক্রাইমিয়া সেতুতে নাশকতা চালানোর জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ভিডিও বার্তায় তিনি বলেন- এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
এটিএম/
Leave a reply