সেপ্টেম্বরের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন এবং ভারতের অক্ষর প্যাটেলকে টপকে প্রথমবারের মতো এই পুরস্কার অর্জন করেছেন পাকিস্তানি এই ওপেনার।
ক্রিক ট্র্যাকারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রিজওয়ান বলেন, এই পুরস্কার পেয়ে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কাজটা সহজ করে দেয়ার জন্য দলের বাকিদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এমন অর্জন আত্মবিশ্বাস জোগায়। এই ধারাবাহিকতা বজায় রেখে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ভালো খেলতে চাই।
সেপ্টেম্বর স্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৩-৪ ব্যবধানে হারলেও ৫ ম্যাচে ৩১৫ রান করা রিজওয়ান ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই এক মাসে দশ টি-টোয়েন্টিতে ৬৯.১২ গড় ও ১৩১.৩৫ স্ট্রাইক রেটে ৭টি ফিফটিসহ রিজওয়ান করেছেন ৫৫৩ রান।
এছাড়াও, রিজওয়ান প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন।
/এনএএস
Leave a reply