মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে তরুণ নিখোঁজ

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে বাকবিতণ্ডার জেরে চলন্ত লঞ্চ থেকে মা-ছেলে ঝাঁপ দিয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের চর কিশোরগঞ্জ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

মা জামিরুন বেগম সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে নাইম (২১) নিখোঁজ রয়েছে। নিখোঁজ নাইম শরীয়তপুর জেলার সুখীপুর থানার আক্তার হোসেন এর ছেলে। তাকে উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের ডুবুরি দল।

কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে শরিয়তপুর থেকে ঢাকা সদরঘাটগামী এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ চর কিশোরগঞ্জ এলাকায় আসলে লঞ্চ আরোহী জামিরুন বেগম ও ছেলে নাইম হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা রাগ করে চলন্ত লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পাড়েন, মাকে বাঁচাতে ছেলেও লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন।

পরবর্তীতে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় নদীর পানিতে তলিয়ে যায়। বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলাকে অবহিত করলে নিখোঁজ যুবককে উদ্ধারে ২টি উদ্ধারকারীদল এবং ১টি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজ এখনো চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply