সীমান্তে হত্যা ঢাকার জন্য দুঃখজনক, নয়াদিল্লির জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক; আর নয়াদিল্লির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশ সীমান্তে একটা লাশও দেখতে চাই না; তারপরও দুর্ঘটনা ঘটছে। ভারতের মতো শক্তিশালী দেশ যদি তাদের ফোর্সকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক। ভারতের মতো পরিপক্ক গণতন্ত্রের দেশ থেকে এমন হত্যা অপ্রত্যাশিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এর মধ্যে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে মারা যান মুনতাজ হোসেন নামে একজন। আর সাতক্ষীরার খৈতলা সীমান্তে মারা যান মো. আবু হাসান নামে আরেকজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply