মাগুরার মহম্মদপুরে ৩ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

|

মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে হিরা খাতুন নামের তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত হিরা বেথুলিয়া গ্রামের হিরু মোল্যার মেয়ে। হিরু মোল্যা একজন ভ্রাম্যমাণ আইসক্রিম ব্যবসায়ী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হিরু মোল্যার সাথে তার বাবা দাউদ মোল্যা, আপন ভাই বিপ্লব মোল্যা, ফারুখ মোল্যা, ও আলীম মোল্যার পারিবারিক শত্রুতা চলছিল। তারই জের ধরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। আজ মাগরিবের নামাজের পূর্বে নিহত হিরা খাতুন তার মা বন্যা খাতুনের নিকট ভাত খেতে চাইলে হিরাকে ভাত দিয়ে হিরার বড় বোন মুসলিমা খাতুনকে (৫) প্রতিবেশীর বাড়িতে খুঁজতে যান। মুসলিমাকে নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই লুঙ্গি দিয়ে মোড়ানো মেয়েকে দেখতে পান তিনি। মোড়ানো কাপড় খুললে হিরার মৃত লাশ দেখতে পাওয়া যায়। হিরার মাথায় ধারালো দা দিয়ে কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। এ সময় হিরার বাবা হিরু মোল্যা আইসক্রিম বিক্রির জন্য বাইরে ছিলেন।

নিহতের ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ জানান, ঘটনা তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিশৃঙ্খলা এড়াতে থানা ও ডিবি পুলিশ একত্রিত হয়ে কাজ করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply