পশ্চিমাদের প্রতি ইরানের হুঁশিয়ারি; নিষেধাজ্ঞার উপযুক্ত জবাব দেয়া হবে

|

তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে সময়মতো উপযুক্ত জবাব দেয়া হবে। সোমবার (১০ অক্টোবর) পশ্চিমাদের প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এপির।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, অন্য কোনো দেশকে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার দেয়া হয়নি। এ বিষয়ে কথা বলতে পারে কেবলমাত্র ইরানের জনগণ ও সরকার।

হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর জেরে পশ্চিমাদের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হয় ইরানের। এরইপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। অবরোধের সিদ্ধান্ত জানায় ইইউ এর কয়েকটি দেশও। ইরানের কর্মকর্তাদের ইইউতে প্রবেশে নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্তের আহ্বান জানিয়েছে জার্মানি।

নাসের কানানি বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা কিংবা কোনো তৃতীয় পক্ষের নাক গলানো সহ্য করা হবে না। ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিলে নির্দিষ্ট সময়েই এর জবাব দেবো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply