ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের দেয়া ১৩১ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৯ ওভারে বিনা উইকেটে ৮১ রান। জয়ের জন্য হাতে সবক’টি উইকেট নিয়ে কিউইদের করতে হবে ৬৬ বলে ৫০ রান।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দিলেও কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোঁচট খায় পাকিস্তান। ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙেন ব্রেসওয়েল। মোহাম্মদ রিজওয়ানকে প্যাভিলিয়নের পথ দেখান ব্যক্তিগত ১৬ রানে। দলীয় ৫৪ রানে শান মাসুদের উইকেট তুলে নেন মিচেল স্যান্টনার। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শাদাব খানও। স্যান্টনারের দ্বিতীয় শিকার হন তিনি। আর ব্যক্তিগত ২১ রানে ব্রেসওয়েলের বলে কনওয়ের হাতে ক্যাচ দেন বাবর আজম। এরপর ইফতেখার আহমেদের ২৭ ও আসিফ আলির অপরাজিত ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি পায় পাকিস্তান।
১৩১ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ব্যাটে ভালোভাবেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। নাসিম, দাহানি, ওয়াসিমদের বেশ ভালোভাবেই সামলিয়ে ফিন অ্যালেন এগিয়ে যাচ্ছেন অর্ধশতকের দিকে। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন কনওয়ে।
/এম ই
Leave a reply