নারী এশিয়া কাপ: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের বিদায় 

|

ছবি: সংগৃহীত

লঙ্কানদের কাছে হেরে সেমিফাইনাল ভাগ্য ঝুলছিল ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচের ওপর। ভারত ম্যাচ জেতায় আজ আরব আমিরাতকে হারাতে পারলেই হতো। তবে বাংলাদেশের বড় বাধা ছিল বৃষ্টি। সেই বাধায় কপাল পুড়লো নিগার সুলতানাদের।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা ৫৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতে করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দু’দল পেয়েছে এক পয়েন্ট করে। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। এক পয়েন্ট এগিয়ে থাকায় প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড।

এশিয়া কাপে ৬ ম্যাচের মধ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ডকে হারাতে পেরেছে বাংলাদেশ। ম্যাচ হেরেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। ২০১৮ সালে ভারতকে দুই দফা হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেমিতে যেতে না পারা দলটির জন্য বড় ব্যর্থতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply