নিজ বাসার সামনেই পাথর বোঝাই ট্রাক্টরের চাপায় মৃত্যু

|

বরিশাল ব্যুরো:

বরিশাল নগরীর পলাশপুরে নিজ বাসার সামনে পাথর বোঝাই ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজুদ্দিন আহম্মেদ নয়ন পলাশপুর এলাকার মৃত তোফায়েল আহম্মেদের ছেলে।

স্থানীয়রা জানান, পলাশপুর এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মাহফুজ খান গ্রুপ’। নির্মাণকাজের পাথর রাখা হয়েছিল নিহত নয়নের বাসার সামনে সরু সড়কে। দুপুরে বাসার সামনে বসা ছিলেন নয়ন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পাথর বোঝাই ট্রাক্টর চাপা দেয় নয়নকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন স্থানীয়রা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply