মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপিয়ে নিখোঁজ সেই যুবকের সন্ধান মেলেনি এখনো

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাপিয়ে নিখোঁজ সেই নাইম হোসেনের (২১) সন্ধান মেলেনি ২৮ ঘণ্টায়ও। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে নৌপুলিশ অভিযান চালালেও নাইমের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে গজারিয়া নৌপুলিশ।

এর আগে সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার বিপরীত কিশোরগঞ্জ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাইম শরিয়তপুর জেলার সুখীপুর থানার আক্তার হোসেনের ছেলে।

গজারিয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইজাজ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত নিখোঁজের স্বজনদের নিয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজা হয়। তবে বিকাল ৪টা পর্যন্ত এখনো ওই তরুণকে পাওয়া যায়নি। নদী উত্তাল থাকায় দুপুরের পর নদীতে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত পরবর্তীতে তৎপরতা চলানো হবে বলেও জানান তিনি।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শরিয়তপুর থেকে ঢাকা সদরঘাটগামী এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চে ভ্রমণকালে জামিরুন বেগম ও ছেলে নাইম হোসেনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লঞ্চটি মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে মা জামিরুন রাগ করে চলন্ত লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পাড়েন। এ সময় মাকে বাঁচাতে ছেলে নাইমও লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। পরবর্তীতে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায়। তার মরদেহ এখনও পাওয়া যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply