প্রোটিয়াদের ৯৯ রানেই আটকে দিলো ভারত

|

ছবি: সংগৃহীত

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে মঙ্গলবার (১১ অক্টোবর) সিরিজ নির্ধারনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে থামিয়ে দিয়েছে ভারত।

কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদের ঘূর্ণিতে দু’অঙ্কেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাভুমা, কেশব মহারাজের অনুপস্থিতি ডেভিড মিলারের নেতৃত্বে দিল্লিতে নেমে একেবারে খারাপ খেললেন প্রোটিয়ারা ব্যাটাররা। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন।

প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন (৩৪) ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। কুলদীপ যাদব ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন, ওয়াশিংটন সুন্দর ১৫ রান দিয়ে দুটি ও শাহবাজ আহমেদ ৩২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply