জিহাদি বইসহ মুজিবনগরে জামায়াত ইসলামির ১০ নারী কর্মী আটক

|

মেহেরপুর প্রতিনিধি:

সরকার বিরোধী সন্ত্রাস ও নাশকতামূলক কার্যকলাপ এবং জনমত সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা ও মিটিং করার অভিযোগে মেহেরপুর মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রাম থেকে জামায়াত ইসলামির ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের হযরত আলীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী শেফালী খাতুনের (৬৫) বাড়ি থেকে এই ১০ নারীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, নাজিরাকোনা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), শহিদের স্ত্রী শাহিদা বেগম (৬০), জুলফিকার আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারুলের স্ত্রী রোকসানা খাতুন (৩০), ইলিয়াস হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রফিকুল ইসলামের স্ত্রী রুমিয়া খাতুন (৩৩), আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (২৩) ও আঙ্গুর আলীর স্ত্রী সানোয়ারা খাতুন (৩৫)।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুভাষ কুমার রায়ের নেতৃত্বে পুলিশ মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের হযরত আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে যান। পুলিশ জামায়াত ইসলামির উল্লিখিত ১০ জন নারী কর্মীকে জিহাদী বইসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তাদেরকে আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply