আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হওয়ার পর দলীয় সাংসদদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত: ফখরুল

|

ফাইল ছবি

আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হওয়ার পর বিএনপি’র দলীয় সাংসদদের পদত্যাগের বিষয়টির সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান দ্বিতীয় সংলাপে ইসলামী ঐক্যজোট এবং ডেমোক্রেটিক লীগের সাথে আলোচনা শেষে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষে আজ আলোচনা হয়েছে। ১১টি দলের সাথে সংলাপ শেষ হয়েছে। খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সরকারর পদত্যাগ, সংসদ বিলুপ্ত, দল নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির বিষয়ে আমরা একমত হয়েছি।

তিনি আরও বলেন, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতার বিষয়েও আমরা আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনে সরকার পতনে বাধ্য করার বিষয়ে সবাই একমত। যখন আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে তখন বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়টির সিদ্ধান্ত হবে। বিভাগীয় সমাবেশগুলোর মধ্য দিয়ে জনগনের অভ্যুত্থান ঘটবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply