মিশরীয় উড়োজাহাজ লিজ নেয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিগ্যাল অ্যাফেয়ার্সের জিএম আজরা নাসরিন রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার (১১ অক্টোবর) দুদকের তদন্ত দলের উপপরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে একটি তদন্ত দল আজরা নাসরিনসহ বিমানের প্লানিং ম্যানেজার মোহাম্মদ আজাদ রহমান, প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জিনিয়ার জিএম ইকবালকে জিজ্ঞাসাবাদ করেন।
উড়োজাহাজ লিজ নেয়ায় দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত মোট ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি লিজ নিয়েছিল বিমান। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সেটি সচল রাখতে একই প্রতিষ্ঠান থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। এবার ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা হয় আরও একটি ইঞ্জিন। পরে ভাড়ায় আনা এই ইঞ্জিনটিও নষ্ট হয়ে যায়।
সেই ইঞ্জিন মেরামত করতে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে। তবে কোনো সময় নির্দিষ্ট করে দেয়া হয়নি। সে কারণে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানি, উভয়কেই টাকা দিতে হয়েছে বিমানকে। দুটি উড়োজাহাজের পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি হয়েছে ১১শ কোটি টাকা। দুটি উড়োজাহাজের জন্য প্রতিমাসে বিমান ১১ কোটি টাকা করে ভর্তুকি দিয়ে আসছিল। সবশেষ ২০২০ সালে সেই দায় থেকে মুক্তি পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
/এডব্লিউ
Leave a reply