আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে মঙ্গলবার (১১ অক্টোবর) সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ মঙ্গলবার (১১ অক্টোবর) চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তারা।
মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিংয়ে নেমে কুলদিপ যাদব, শাহবাজ আহমেদ এবং ওয়াশিংটন সুন্দরের স্পিন আর মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই অলআউট হয় প্রোটিয়া দলটি।
মামুলি স্কোর তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ১৮৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজও (২-১) নিজেদের করে নেয় স্বাগতিকরা।
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের জয়ে ৪৯ রান করে আউট হন শুভমান গিল। ২২ রানে অপরাজিত থাকেন স্রেয়াশ আইয়ার।
/এনএএস
Leave a reply