গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে ফ্রান্স

|

সি গ্রুপের ম্যাচে ডেনমার্কের সাথে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে গেছে ফ্রান্স। আর রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে ডেনমার্ক।

আগেই শেষ ষোল নিশ্চিত করা ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামে। গ্রুপ পর্ব পাড়ি দেবার পাশাপাশি গ্রুপ সেরা হবার লড়াই ছিলো ডেনমার্কেরও। তবে এর জন্য তাদের দরকার ছিলো জয় । কিন্তু পুরো ম্যাচে চেস্টা করেও গোলের দেখা পায়নি কেউ। তাই ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষদল এখন ৯৮’র চ্যাম্পিয়ন ফ্রান্স। আর জয় না পেলেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলতে গেলো ডেনমার্ক।

খেলায় ২৫ মিনিট পর্যন্ত গোলমুখে কেউ শটই নিতে পারেননি। ২৯ মিনিটে প্রথম সুযোগ পায় ডেনমার্ক। তবে তা হেলায় নষ্ট করেন ডেলানেয়। ৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন ডেম্বেলে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে দু’দলের আক্রমণ বলতে ছিল এই।

বিরতি থেকে ফিরে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। বেশ কটি সুযোগও পান অলিভিয়ের জিরু-নাবিল ফিকিররা। তবে ডেনমার্কের জমাট রক্ষণ ভাঙতে পারেননি তারা। গোল দিতে পারেনি ডেনমার্কও। ফলে গোলশূন্য ড্রতে শেষ হয় দুদলের লড়াই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply