গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন: কেন্দ্র দখলসহ নানা অভিযোগে ৪ প্রার্থীর ভোট বর্জন

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় পার্টিসহ ৪ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাঘাটা উপজেলার বগার ভিটা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই ঘোষণা দেন তারা।

ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

তাদের অভিযোগ, আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট দেয়া, ইভিএমে জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানান তারা। একই সাথে পুনরায় তফশিল ঘোষণা করে ভোটগ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ইভিএমের গোপনকক্ষে প্রবেশ এবং একজনের ভোট আরেকজন দিয়ে দেয়ার ঘটনায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে কমিশন।
আরও পড়ুন: ‘গাইবান্ধায় কোনো ভোটকেন্দ্রেই নৈরাজ্য হয়নি, তারপরও ইসি কীভাবে এমন সিদ্ধান্ত নিলো বোধগম্য নয়’
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply