বুড়িগঙ্গা পুনরুদ্ধার করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হবে: মেয়র তাপস

|

ফাইল ছবি

শুরু হয়েছে আদি বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের কাজ। স্থায়ীভাবে জায়গা নির্ধারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর কালুনগর স্লুইস খাল এলাকায় আদি বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের কাজ পরিদর্শন শেষে মেয়র তাপস এসব কথা জানান। তিনি বলেন, সীমানা নির্ধারণের কাজ চলছে। আদি বুড়িগঙ্গা এলাকাকে একটি নান্দনিক রুপ দেয়া হবে। এছাড়া, কমিউনিটি সিটি নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মেয়র শেখ ফজলে নূর তাপস আরও বলেন, বেড়িবাধ এলাকায় বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সেই অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়া ডেঙ্গু বিষয়ে মেয়র জানান, বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। নভেম্বর মাস থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের কাজ শুরু করা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী ক্রাশ প্রোগ্রাম চালু রয়েছে।

আরও পড়ুন: ভবনের নিরাপত্তা নিশ্চিত না হলে ট্রেড লাইসেন্স বাতিল: মেয়র আতিক

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply