ক্রাইমিয়ার সেতুতে বোমা বিস্ফোরণের ঘটনায় আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া ও দখলকৃত ক্রিমিয়ার মধ্যে সংযুক্ত সেতুতে বোমা বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি সেতুর এক অংশ ভেঙে পড়ে।
বুধবার (১২ অক্টোবর) দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ক্রাইমিয়া সেতুতে হামলা: এটি ইউক্রেনেরই ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’, বললেন পুতিন
সেতুটির ওপর বোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর ওপর দায় চাপায় মস্কো। তাছাড়া এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। রাশিয়ার ফেডালের সিক্রেট সার্ভিস (এফএসবি) জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাশিয়ার পাঁচজন ও ইউক্রেন-আর্মেনিয়ার তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
/এনএএস
Leave a reply