পূর্ব ইউক্রেনের আভদিভকা শহরে রুশ মিসাইল হামলায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আটজন। বুধবার (১২ অক্টোবর) স্থানীয় একটি বাজারে এ হামলা করে রুশ সেনারা। খবর বার্তা সংস্থা এএফপির।
দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, আভদিভকা শহরের কেন্দ্রীয় বাজারে বুধবার সকালে রুশ সেনারা হামলা চালিয়েছে। এ সময় ৭ জন সাধারণ মানুষ এবং ৮ জন আহত আহত হয়েছে।
এর আগে, মঙ্গলবার জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র সংশ্লিষ্ট এলাকাগুলোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্তত ১২টি মিসাইল আঘাত হেনেছে আবাসিক ভবন, স্কুল এবং একাধিক বাণিজ্যিক স্থাপনায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকাশ থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে এসব হামলা করা হয়েছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।
এদিকে ইউক্রেনের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ শক্তিশালী করতে অর্থনৈতিক জোট জি সেভেন এর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। যতোদিন সামর্থ্য রয়েছে, ততোদিন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দেয়ারও অনুরোধ করেন তিনি।
এটিএম/
Leave a reply