অপরাধকে ‘লাল কার্ড’ দেখালো ব্রাহ্মণবাড়িয়ার ৭ শতাধিক শিক্ষার্থী

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ধর্ষণ ও দুর্নীতি ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করেছে ৭ শতাধিক শিক্ষার্থী। পাশাপাশি তারা কিশোর অপরাধকে না বলে দেশপ্রেম ও সত্যকে সবুজ কার্ড প্রদর্শন করেছে।

বুধবার (১২ অক্টোবর) ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লাল কার্ড ও সবুজ কার্জ প্রদর্শন করে দেশ প্রেমের শপথ গ্রহণ করে।

এ ব্যাপারে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকা থেকে বাঁচানো টাকা দিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে। এর আগে তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছেন। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষার্থী মাদক, জঙ্গীবাদ, বাল্য বিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করেছে। পাশাপাশি তারা কিশোর অপরাধকে না বলে দেশপ্রেম ও সত্য বলাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply