পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন, আরও একজনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। বুধবার ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেল আরও এক ফিলিস্তিনির। খবর বার্তা সংস্থা এপির।

এদিন দখলকৃত পশ্চিম তীরের আল-আরৌব ক্যাম্পে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। হাতে তৈরি কিছু বোমাও ছোড়ে বিক্ষুব্ধরা। জবাবে টিয়ার গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। গুলিও ছোড়ে বলে দাবি ফিলিস্তিনিদের। এ সময় নিহত হন ১৮ বছর বয়সী উসামা আদাওয়াই। আহত হয় আরও অনেকে।

চেকপয়েন্টে সাম্প্রতিক হামলা ও ইসরায়েলি সেনা হত্যায় জড়িতদের সন্ধানে একাধিক শরণার্থী শিবিরে অভিযান জোরদার করেছে তেলআবিব। বুধবার পূর্ব জেরুজালেমের শুয়াফাত ক্যাম্পেও হানা দেয় তারা। সেখানেও ব্যাপক সংঘাত হয় ফিলিস্তিনিদের সাথে। চলতি বছর এরই মধ্যে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply