ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা প্রকাশ

|

ইউরোপে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ ও মৃত্যুহার বাড়ায় এই শঙ্কা জানানো হয়। খবর সিসিটিভির।

এরমধ্যে জার্মানিতে সবশেষ প্রায় দেড় লাখ আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ শ’র বেশি মানুষের। আর ফ্রান্সে শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। পরিস্থিতির অবনতি হয়েছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও অস্ট্রিয়াতেও।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গেলো ২ সপ্তাহে ইউরোপের কোনো কোনো দেশে শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশেরও বেশি। পরিস্থিতি অবনতির জন্য স্থানীয় বাসিন্দাদের টিকা নিতে অনীহাকে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply