Site icon Jamuna Television

ইউরোপে বাড়ছে করোনার প্রকোপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা প্রকাশ

ইউরোপে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ ও মৃত্যুহার বাড়ায় এই শঙ্কা জানানো হয়। খবর সিসিটিভির।

এরমধ্যে জার্মানিতে সবশেষ প্রায় দেড় লাখ আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ শ’র বেশি মানুষের। আর ফ্রান্সে শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। পরিস্থিতির অবনতি হয়েছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও অস্ট্রিয়াতেও।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গেলো ২ সপ্তাহে ইউরোপের কোনো কোনো দেশে শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশেরও বেশি। পরিস্থিতি অবনতির জন্য স্থানীয় বাসিন্দাদের টিকা নিতে অনীহাকে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

/এমএন

Exit mobile version