ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হবে: রাশিয়া

|

রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর অনেকটা থেমে গেলেও ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আবারও সতর্ক করেছে রাশিয়া। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রুশ বার্তাসংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার ভেনেডিক্টভ এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইউক্রেন এটা ভালো করেই জানে যে এ ধরনের পদক্ষেপ নিলে এর ফলাফল নিশ্চিতভাবেই ৩য় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে।

পুতিনের সাথে আলাপরত ভেনেডিক্টভ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে পশ্চিমাদের সামরিক সহায়তা ও এ যুদ্ধে তাদের ভূমিকা তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সাহায্য দিয়ে এটিই বুঝিয়ে দিয়েছে যে, তারা (পশ্চিমারা) সরাসরি এ সংঘাতের একটি পক্ষ।

প্রসঙ্গত, ভেনেডিক্টভের এমন ঘোষণার আগের দিনই কিয়েভে উন্নত বিমান প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। গত সোমবার ও মঙ্গলবার রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এই ঘোষণা দেয় ইউক্রেনের ন্যাটো মিত্ররা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply