দেশের বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব। গত শুক্রবার সকালে, দিনাজপুরের দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, দশমাইল, শিবপুরসহ আশেপাশের এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ক্লাবটির ২০ সদস্যের একটি দল। এসময়, ৪০০ ব্যাগ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঔষধ বিতরণ করে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব বিভিন্নভাবে অসহায় মানুষকে সেবা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায়, বন্যায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লাবটির সদস্যরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আর্থিক অনুদানের মাধ্যমে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করেছেন।
অতীতের মতো ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ক্লাবটির পক্ষ থেকে।
Leave a reply