‘আমরা বিশ্বযুদ্ধ চাই না’, পুতিনের হুমকির প্রতিক্রিয়ায় ম্যাকরন

|

রুশ আক্রমণের পর ন্যাটোর সদস্যভুক্ত হতে আরও মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। তবে ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ফান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। বলেন, আমরা বিশ্বযুদ্ধ চাই না। খবর হিন্দুস্তার টাইমসের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নিজের ভেরিয়ায়েড টুইটার অ্যাকাউন্টে একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেন ম্যাকরন। সেখানে তিনি বলেন, আমরা বিশ্বযুদ্ধ চাই না। আমরা ইউক্রেনকে টিকে থাকার জন্য সাহায্য করছি। আমরা কখনোই রাশিয়ার ওপর হামলার কথা বলিনি। ম্যাকরন বলেন, পুতিনকে এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে।

পুতিনের হুমকিকে তোয়াক্কা না করে ম্যাকরন আরও বলেন, পাল্টা আক্রমণ করতে রাডার, মিসাইল, সাঁজোয়া যান এবং প্রশিক্ষণ; আমরা ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন যুগিয়ে যাবো এবং আমাদের সামরিক সহায়তা ইউ্ক্রেনের প্রতি আরও বৃদ্ধি করা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply