যশোরে অবৈধ পিস্তল তৈরির কারখানার সন্ধান, অস্ত্র ও বিপুল যন্ত্রপাতিসহ আটক ৩

|

নড়াইল প্রতিনিধি:

যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে আরএন রোডের রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি দোকানে অভিযান চালিয়ে পিস্তল, অস্ত্র তৈরির সরঞ্জাম ও গুলিসহ মালিক ও দুই কর্মচারীকে আটক করেছে তারা। কারখানাটিতে মালিক আব্দুল কুদ্দুস (৪২) কর্মচারী সুমন হোসেন (২০) এবং আজিজুল ইসলামকে (৪০) নিয়ে অস্ত্র তৈরি করতেন।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস দোকানটি ভাড়া নিয়ে লেদ কারখান করে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতেন। আজ পুলিশ হঠাৎ এসে দোকানে অভিযান চালায়। এসময় ওই কারখানায় তারা অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম পায়। পরে দুই কর্মচারীসহ কুদ্দুসকে আটক করা হয়।

রাতের এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ওই কারখানায় তৈরি ৫টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৮টি ম্যাগজিন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছে। গ্রেফতাকরকৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আরও কারখানা আছে কিনা তাও খাতিয়ে দেখছে ডিবি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply