সংকটের মধ্যে জার্মানিকে গ্যাস সরবরাহ করলো ফ্রান্স

|

ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যে জার্মানিকে গ্যাস সরবরাহ করলো ফ্রান্স। ইউরোপীয় সংহতির অংশ হিসেবে স্বাক্ষরিত চুক্তি অনুসারেই এ সহযোগিতা।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দৈনিক চাহিদার ২ শতাংশও পূরণ করতে পারবে না এই প্রাকৃতিক গ্যাস। তবুও, জ্বালানি ঘাটতি মেটাতে মরিয়া বার্লিন প্রতিবেশীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

ফরাসি গ্রিড অপারেটর জিআরটি গ্যাজ বলেছে, প্রাথমিকভাবে প্রতিদিন ঘণ্টাপ্রতি ৩১ গিগাওয়াট গ্যাস পাঠানো হবে। সে লক্ষ্যেই, সীমান্তবর্তী একটি গ্রামের পাইপালাইন ব্যবহৃত হচ্ছে।

যুদ্ধ শুরুর আগেও, জার্মানির প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৫৫ শতাংশ রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল। এখন তা কমে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। চাহিদা মেটাতে বাড়িয়েছে কয়লার ব্যবহার। পরিবেশের জন্য হুমকি হিসেবে চিহ্নিত বিদ্যুৎ কেন্দ্রগুলোও সচল রাখতে বাধ্য হচ্ছে সরকার। রুশ তেলের ওপর থেকে নির্ভরশীলতা শূন্যে নামিয়ে আনতে চায় জার্মানি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply