ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মনোয়ার হোসেনের বিরুদ্ধে। জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমজাদ হোসেন। স্থানীয়রা জানান, জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আমজাদ হোসেনের। বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় এ ঘটনার সূত্রপাত হলে চাচাতো ভাই মনোয়ার হোসেন তার কিছু লোকজন নিয়ে আমজাদের উপর চড়াও হয়। এ সময় তাকে লোহার রড দিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করা হয়।

একপর্যায়ে পরিবারের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মনোয়ারসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে আমজাদকে শৈলকুপা উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম। এ ঘটনায় এখনও কাওকে গ্রেফতার করা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply