বা‌লিয়াকা‌ন্দির ও‌সির ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ

|

ফাইল ছবি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

আসন্ন রাজবাড়ী জেলা প‌রিষদ নির্বাচন‌কে সামনে রেখে স‌ক্রিয় হয়ে উঠেছে এক‌টি অসাধু চক্র। চক্রটির বিরু‌দ্ধে বা‌লিয়াকা‌ন্দি থানার ও‌সির সরকারি ফোন নম্বর ক্লোন ক‌রে টাকা চাওয়ার অ‌ভিযোগ উ‌ঠে‌ছে।

শুক্রবার (১৪ শুক্রবার) দুপু‌রে বা‌লিয়াকা‌ন্দি থানা পু‌লি‌শের ফেসবুক আইডিতে এক‌ পো‌স্ট করা এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

পোস্ট‌টিতে বা‌লিয়াকা‌ন্দি থানা ও‌সি মো. আসাদুজ্জামানকে উদ্ধৃত করে লেখা হয়, প্রিয় বা‌লিয়াকা‌ন্দিবাসী, আসসালামু আলাইকুম। জেলা প‌রিষদ নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে কিছু অসাধু চক্র প্রার্থী‌দের নিকট আমার সরকারি ফোন নম্বর ক্লোন ক‌রে টাকা যা‌চ্ছে। সকল‌কেই এ বিষ‌য়ে সতর্ক থাকতে অনু‌রোধ কর‌ছি। আমরা কখনই কাউকে ফোন করে টাকা চাই না। দয়া করে সবাই সতর্ক থাকুন।

বালিয়াকান্দি থানার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাসের স্ক্রিনশট।

এ ব্যাপারে বা‌লিয়াকা‌ন্দি থানার ও‌সি মো. আসাদুজ্জামান জানান, একজন প্রার্থীর কা‌ছে আমার সরকারি ফোন নম্বর ক্লোন ক‌রে টাকা চাওয়া হ‌য়ে‌ছে। বিষয়‌টি জান‌তে পে‌রে সবাই‌কে সতর্ক কর‌তেই ওই পোস্ট‌টি দি‌য়েছি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply