নাটোরে দু’টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক

|

সিরিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় দুইটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যাবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোর চারটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংঙ্গইন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি টিম নাটোর-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাকের গতি সন্দেহ হলে তাকে থামানোর সিগন্যাল দেয় পুলিশ। এ সময় ট্রাকের চালক আরো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকে থাকা গরু দুইটি নাটোরের দিঘাপতিয়া এলাকা থেকে চুরি করে বগুড়ায় নিয়ে যাচ্ছিল তারা। এই গরু চোর চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply