পালিত হচ্ছে ডিম দিবস, অথচ ছোঁয়ার সাধ্য নেই নিম্নবিত্তের

|

প্রতি ডজন বিক্রি হচ্ছে দেড়শ টাকায়। সাধ্যের সাথে পেরে না উঠে অনেকে ডিম খাওয়াই ছেড়ে দিয়েছেন। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, অতি মুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

আমিষের সহজলভ্য খাবার বলা হয় ডিমকে। সেটিও এখন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কারণ, প্রতি ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে দেড়শ টাকা। যা কেনা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।

এমন পরিস্থিতিতে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মঞ্জুর মোহাম্মদ শাহজাদা স্বীকার করলেন, ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের হিমশিম অবস্থা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে অনিয়মের বিরুদ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply