বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যানগগের আলোচিত চিত্রকর্ম সানফ্লাওয়ারের ওপর স্যুপ ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন দুই পরিবেশ কর্মী। লন্ডনে স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুর্মূল্য এই শিল্পকর্মের ওপর ক্যানে করে টমেটো স্যুপ ছুড়ে মারেন ওই দুই পরিবেশ কর্মী। ওই ঘটনার পর তাদের গ্রেফতার করা হয়েছে। সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। জাস্ট স্টপ অয়েল নামে এই পরিবেশবাদী সংগঠনের কর্মী তারা। মূলত তেলের ব্যবহার বন্ধ করা নিয়ে প্রচারণা চালায় এই সংগঠন।
তাদের দাবি ব্রিটিশ সরকারের অবিলম্বে উচিত সব ধরণের তেলের ব্যবহার বন্ধ করা। ১৮শ ৮৮ থেকে ৮৯ সালের মধ্যে সূর্যমুখী যে ৭টি ছবি আঁকেন ভ্যান গগ এটি তার মধ্যে অন্যতম। ছবিটির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৮ কোটি ডলার।
এটিএম/
Leave a reply