আহমাদুল কবির, মালয়েশিয়া:
শিকলে বাঁধা অবস্থায় অপহৃত ৪৫ বছর বয়সী এক বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ। অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সোহেল মিয়ার (৩৯) মরদেহ সম্প্রতি উদ্ধারের রেশ কাটতে না কাটতেই শিকলে বাঁধা আরেক বাংলাদেশিকে উদ্ধারের এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রবাসীদের মধ্যে।
শুক্রবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুর সেন্ট্রাল জেলা পুলিশ প্রধান এসিপি বেহ এং লাই এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মালয়েশিয়ার সেরি কামবাগানের পরিত্যক্ত একটি ভবন থেকে শেকল দিয়ে বাঁধা অবস্থায় ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তার মোবাইল ব্যবহার করে বাংলাদেশে পরিবারকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এরপর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে অভিযানে নামে মালয়েশিয়া পুলিশ।
এ ঘটনায় গত ১০ অক্টোবর অপহরণচক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত ২ বাংলাদেশি ও স্থানীয় ৩ জন নাগরিকসহ মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ধারণা, গত ৭ অক্টোবর ওই পাঁচজন সন্দেহভাজন ভুক্তভোগীকে অপহরণ করে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। অপহরণকারী ২ বাংলাদেশিকে ২৪ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে। স্থানীয় তিন নাগরিককে জামিনে মুক্তি দেয়া হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে জোর তদন্ত শুরু হয়েছে।
এসজেড/
Leave a reply