স্টাফ করেসপনডেন্ট, যশোর:
যশোরের অগ্রভুলোট সীমান্ত থেকে পাচারকালে পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল অগ্রভুলোট সীমান্তে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক প্রায় সাড়ে তিন কোটি টাকা।
এসজেড/
Leave a reply