শেরপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতে মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র এক সদস্যকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি আলাদা ধারায় আবুল কাশেমকে এ সাজা দেয়া হয়েছে।
দুপুরে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এম.এ নূর এ রায় দেন।
মামলায় বলা হয়েছে, ২০১৫ সাল থেকে জঙ্গিবাদে জড়ায় আবুল কাশেম। সংগঠনটির নির্দেশে ২০১৭ সালে আবুল কাশেম নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ১৯ টি কন্টেইনার ভর্তি ৫৬৮ লিটার তরল বিস্ফোরক রাখে। পরে অভিযান চালিয়ে জব্দ করা হয় সেগুলো। সে বছরেই টাঙ্গাইল থেকে গ্রেফতার হয় আবুল কাশেমকে। এরপর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। সাক্ষ্য-প্রমাণ শেষে আবুল কাশেকে একটি ধারায় ১৪ ও অপরটিতে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিলেন আদালত।
Leave a reply