ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলমারীতে সড়ক দুর্ঘটনায় শ্রী শংকর নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শ্রী শংকর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ধোপাবিলা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শৈলমারী বাজারে যাচ্ছিল শ্রী শংকর। পথিমধ্যে বাজারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আাসা একটি গরুর গাড়ির চাকার নিচে চাপা পড়ে সে। সে সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply