স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরে এক জার্মান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মামুন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মামুন মাতুব্বরের বাবা দোলোয়ার মাতুব্বর জানান, রাতে ১৫-২০ জনের একটি ডাকাতদল বাড়ির জানালার গ্রিল ও দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে
দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
এসজেড/
Leave a reply