ময়মনসিংহ রেলস্টেশনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আতঙ্কে অবরুদ্ধ সাধারণ যাত্রীরা

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুড়েছে। স্থানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষ স্টেশনের ভেতরে একটি ছোট কক্ষে আটকা পড়ে আছেন। সেখান থেকে ভয়ে কেউ বের হচ্ছেন না। এই মুহূর্তে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রেলস্টেশনে দু‌টি পক্ষ মুখোমুখি হওয়ার সাথে সাথেই পুলিশ উপস্থিত হয়। দুই পক্ষই রেলট্র্যাকের ওপর থেকে পাথর তুলে পরস্পরের দিকে ছুড়ছিল। এসময় পুলিশ টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ ছত্রভঙ্গ হয়ে পড়ে। স্টেশন এলাকায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। তবে বিএনপির কেউ সেখানে এখন নেই।

দুপুরে পলিটেকনিক মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়গণসমাবেশ। তবে রাত থেকেই আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সেখানে। সমাবেশ এই মুহূর্তে চলছে, কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উঠবেন বলে জানানো হয়েছে।

গণসমাবেশকে কেন্দ্র করে পলিটেকনিক মাঠসহ নগরীর বিভিন্ন স্থানে আগে থেকেই অবস্থান নিয়েছেন বিএনপির নেতা কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ।

এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে শহরের টাউনহল এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে শহরে অবস্থান করছিল বিএনপির নেতাকর্মীরা। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও শহরে অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply