ইরানের কুখ্যাত এভিন কারাগারে গভীর রাত থেকে শোনা যাচ্ছে বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ। ছড়িয়ে পড়েছে আগুনও।
দুর্বৃত্তদের সংঘাতকে দায়ী করা হয় এ ঘটনার পেছনে। এ ঘটনায় রাজনৈতিক বন্দিদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয় বিবৃতিতে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এখনো গোলাগুলির আওয়াজ চলছে বলে দাবি স্থানীয়দের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আগুন ও কালো ধোঁয়ায় ছেয়ে আছে অঞ্চলটি।
ইরানে হিজাব ইস্যুতে চলমান বিক্ষোভের সাথে এ ঘটনার কোনো সংযোগ আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে চলমান আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন স্লোগান শোনা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে।
সাধারণত রাজনীতিবিদ, সাংবাদিক ও বিদেশি বন্দিদের রাখা হয় এভিন কারাগারে। গত কয়েক সপ্তাহে বহু আন্দোলনকারীকে রাখা হয়েছে কারাগারটিতে।
/এনএএস
Leave a reply