রাশিয়ার সামরিক প্রশিক্ষণ শিবিরে বন্দুকধারীর হামলা, নিহত ১১

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বেলগোরদে সামরিক প্রশিক্ষণ শিবিরে দুই বন্দুকধারীর হামলায় ১১ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা সাবেক সোভিয়েতভুক্ত একটি দেশের নাগরিক। তবে তাদের উদ্দেশ্য বা বিস্তারিত অন্য কোনো তথ্য জানা যায়নি।

ইউক্রেন যুদ্ধে যোগদানে ইচ্ছুক অপেশাদার সেনাদের প্রশিক্ষণ চলছিল ক্যাম্পটিতে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার শেখানো হচ্ছিল সেনাদের। তখনই হঠাৎ দু’জন, সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন। দুই হামলাকারীও নিহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত মাসে ইউক্রেনে ৩ লাখ রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এ সিদ্ধান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। দেশ ছেড়ে পালিয়ে যান অনেকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply