প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ব্রাজিল

|

ন্যূনতম ড্র হলেই দ্বিতীয় রাউন্ডে পা রাখবে ব্রাজিল। তবে জিততেই হবে সার্বিয়াকে। এমন সমীকরণের ম্যাচে প্রথমে গোল পেল ব্রাজিল। অসাধারণ গোল করে দলকে লিড এনে দিয়েছেন পাওলিনহো।  ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল। সূচনালগ্ন থেকেই ছন্দময় ফুটবল উপহার দেন নেইমাররা। একের এক আক্রমণে সার্বিয়াকে ব্যতিব্যস্ত রাখেন তারা। প্রথম সুযোগ আসে ২৫ মিনিটে। গোলপোস্ট বরাবর বাঁ পায়ে শট নেন নেইমার। তবে প্রাণভোমরার জোরালো শট অসামান্য দক্ষতায় রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক ভ্লাদিমির স্টোজকোভিচ।

পরেও আক্রমণের গতি সচল রাখে ব্রাজিল। ফলে সাফল্যও আসে। ৩৬ মিনিটে নিশানাভেদ করেন পাওলিনহো। তবে এ গোলের রূপকার ছিলেন কুতিনহো। থ্রুটা ছিল এ মিডফিল্ডারের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply